ABOUT US


পত্রিকা


সাইন্যাপস্‌’ 
লিটল ম্যাগাজিনের 
প্রথম সংখ্যা 
চুঁচুড়া থেকে প্রকাশিত হয়েছিল 
জুন ১৯৯৮ সালে 


সাইন্যাপস্‌’ নামে ২০০৭ সাল অবধি 
প্রকাশের পর 
জুন ২০০৮ সাল থেকে 
সাইন্যাপস্পত্রিকা 
নাম নিয়ে 
২০১৯ সাল অবধি 
সর্বমোট ৩০ টি সংখ্যা 
মুদ্রিত রূপে প্রকাশিত হয়েছে 

২৬ জানুয়ারি ২০২১ সাল থেকে 
সম্পূর্ণভাবে 
ওয়েব পত্রিকা রূপে 
সাইন্যাপস্পত্রিকা’ 
যাত্রা শুরু করল


সাইন্যাপস্‌ পত্রিকা

একটি লিটল ম্যাগাজিন

যা ওয়েবে প্রকাশিত

এটি কোনো পাঁচমিশেলি পত্রিকা নয়


লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম কর্মী

কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি 

ও 

গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা

শ্রদ্ধেয় শ্রী সন্দীপ দত্ত মহাশয়

লিটল ম্যাগাজিনের যে যে সাধারণ বৈশিষ্ট্যগুলি 

উল্লেখ করেছেন

তার কয়েকটি এখানে দেওয়া হল

যাতে যারা লিটল ম্যাগাজিন সম্পর্কে 

অবহিত নন

তারা একটি ধারণা গড়ে তুলতে পারেন।


লিটল ম্যগাজিনের কিছু সাধারণ বৈশিষ্ট্য

১. যে কোনো দেশ জাতির সাহিত্য-সংস্কৃতির প্রধান ধারক ও বাহক সেই দেশের লিটল ম্যাগাজিনগুলি।

২. লিটল ম্যাগাজিনের অবস্থান 'বিগ ম্যাগাজিনের' ঠিক বিপরীতে।

৩. লিটল অর্থাৎ কম পুঁজিতে বৃহৎ চিন্তার প্রকাশ।

৪. লিটল ম্যাগাজিন যেকোনো প্রাতিষ্ঠানিক ও ব্যবসায়িক মনোবৃত্তির বিরুদ্ধে।

৫. লিটল ম্যাগাজিন সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনকে চালিত ও সংগঠিত করে।

৬. লিটল ম্যাগাজিনের উদ্দেশ্য সৃজনশীল সাহিত্যের প্রসার।

৭. কাগজের বিশেষ চরিত্র গড়ে তোলা লিটল ম্যাগাজিনের অন্যতম শর্ত।

৮. লিটল ম্যাগাজিনের দুটি দিক (১) সৃজনশীলতা (২) প্রতিবাদী দৃষ্টিভঙ্গির নিরপেক্ষ ও নির্ভীক প্রকাশ।

৯. নির্দিষ্ট পাঠক গড়ে তোলে। পাঠককে সাহিত্যের পাঠে দীক্ষিত করে নতুন ভাবে।

১০. সমসাময়িক ঘটনার স্রোতে লিটল ম্যাগাজিন উজ্জীবিত।

১১. বিশেষ সংখ্যা প্রকাশের প্রবণতা।

১২. জাতীয় জীবনে কোনো সাম্প্রতিক সমস্যা বা জ্বলন্ত বিষয় নিয়ে জনমত গড়ে তোলা।

১৩. আন্তর্জাতিক সাহিত্য/রাজনীতি/দর্শন প্রভৃতি বিষয়কে পত্রিকা মারফত প্রকাশ করা।

১৪. সাহিত্য সম্মেলনের নিয়মিত আয়োজন।

সন্দীপ দত্তের ছবিটি তুলেছেন প্রখ্যাত ফটোগ্রাফার সন্দীপ কুমার


সাইন্যাপস্‌ পত্রিকার মুদ্রিত সংখ্যার কিছু প্রচ্ছদ