পত্রিকা

যো গা যো গ

        সাইন্যাপস্‌ পত্রিকা জানুয়ারি ২০২১ থেকে ওয়েবে প্রকাশিত হয়ে চলেছে। পরিকল্পনা প্রতি মাসে একটি সংখ্যা। আমরা বার বার পাঠক ও লেখকদের একটি কথা মনে করিয়ে দিতে চাই যে সাইন্যাপস্‌ পত্রিকা একটি লিটল ম্যাগাজিন, প্রকাশ মাধ্যমটি বর্তমানে ওয়েবে। আপনি যদি সরাসরি যোগাযোগে ক্লিক করে থাকেন তাহলে অনুরোধ  ABOUT US 👈 ক্লিক করে একটু দেখে নেবেন। সাইন্যাপস্‌ পত্রিকার অতীত ও লিটল ম্যাগাজিন সম্পর্কে একটি ধারণা পাবেন। 

        যেহেতু আমরা বাণিজ্যিক পত্রিকা নই, লিটল ম্যাগাজিন সুতরাং আমরা কখোনোই  লেখা সরাসরি পাঠাতে বলি না। যে কোনো লিটল ম্যাগাজিনের মতোই আমাদের নির্দিষ্ট গোষ্ঠী আছে। লিটল ম্যাগাজিন শুধু একটি পত্রিকা প্রকাশ নয়, একটি সম্মিলিত আন্দোলন। 
    
        লিটল ম্যাগাজিন পরীক্ষা-নিরীক্ষাতে উৎসাহী। সুতরাং বাণিজ্যিক পত্রিকায় যে ধরণের লেখা প্রকাশিত হয় প্রধানত লোকমনোরঞ্জনার্থে, আমরা সেই ধরণের লেখা চাই না। যারা সত্যি করেই ধারাবাহিক সাহিত্যচর্চায় উৎসাহী এবং প্রথাগত পথের বাইরে চলতে চান তাদের জন্য লিটল ম্যাগাজিন।

           
    যারা লেখা পাঠাতে চান তাদের সবিনয়ে জানাই লেখা পাঠানোর আগে পত্রিকাটি একটু দেখে নিন। সরাসরি লেখা পাঠাবেন না। প্রত্যেক পত্রিকার একটি নির্দিষ্ট ভাবনা চিন্তা থাকে, উদ্দেশ্য থাকে এবং সম্পাদনা মানে নিছক কিছু লেখা জোগাড় করে ছাপিয়ে দেওয়া নয়। 

        আপনি আগে দেখে নিন আপনি কী লেখেন আর সাইন্যপস্‌ কী ধরণের লেখা প্রকাশ করছে। তারপর আপনি যা লিখতে চান সেই বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি (মূল লেখা নয়। প্রয়োজনে লেখার কিছু অংশ পাঠাতে পারেন) মূল মেল বডিতে লিখে, বিষয় অনুসারে নিচের মেল দুটির মাধ্যমে পাঠাতে পারেন  

প্রবন্ধ, যে কোনো অনুবাদ, প্রতিবেদন, গ্রন্থ , লিটল ম্যাগাজিন, নাটক বা চলচ্চিত্র আলোচনা,
গল্প, অণুগল্প, অন্যান্য গদ্য, সম্পাদকীয় দপ্তরে চিঠি, সাইন্যাপস্‌ পত্রিকা বা পত্রিকার কোনো লেখা পড়ে পাঠ প্রতিক্রিয়া সব কিছুর জন্যই একটিই ই-মেল  
synapsepatrika@gmail.com 
 মেলের শিরোনামে বিষয় উল্লেখ করে দেবেন এবং নিজের নাম। 

মূল মেলের শেষে থাকবে ফোন নম্বর। অপেক্ষা করবেন দু'মাস। তার মধ্যে যোগাযোগ করা হবে। লেখা পাঠানোর সময় অবশ্যই বাংলা ইউনিকোডে লিখে মেলে পাঠাতে হবে। অবশ্যই আকাদেমি বানান বিধি অনুসরণ করবেন। লেখায় অত্যন্ত বানান বিভ্রাট লেখকের গা-ছাড়া মনোভাবের দ্যোতক। সে লেখা আমরা বিবেচনা করব না। লিটল ম্যাগাজিন হাত পাকাবার জায়গা নয়।


কবিতা বিষয়ক আমাদের বক্তব্য

    সাইন্যাপস্‌ পত্রিকা আপাতত কোনো কবিতা গ্রহণ করছে না। সুতরাং কবিতা পাঠালে তা দেখা হবে না, উত্তরও পাবেন না। 


শেষ কথা

        মনে রাখবেন আপনার লেখাটি ভালো হয়েছে কিনা বা যথাযথ হয়েছে কিনা সেটাই কিন্তু কোনো পত্রিকায় লেখা প্রকাশের একমাত্র শর্ত নয়। পত্রিকার নিজস্ব সুরের সঙ্গে সেটি মিলে যাচ্ছে কিনা তাও বিবেচ্য। সুতরাং আপনার পাঠানো লেখাটি আমরা প্রকাশ করতে অপরাগ হলে তার অর্থ এই নয় যে আপনার লেখাটি যথাযথ হয়নি। আমাদের সুরে হয়ত তা মেলেনি। এতে দুঃখিত হবার কিছু নেই। হতেই পারে আমরা যে লেখা প্রকাশে অপারগ আপনার সেই লেখাটি অন্যত্র পুরস্কৃত হল বা প্রশংসিত হল। 


            পত্রিকা সংক্রান্ত কোনো বিষয়ে যদি যোগাযোগ করতে হয়, বা কোনো আমন্ত্রণপত্র পাঠাতে হয় বা কোনো ডিজিটাল পত্রিকার সৌজন্য সংখ্যা  পাঠাতে হয় তাহলে নিচের মেলে পাঠাতে হবে।
 synapsepatrika@gmail.com

সাইন্যাপস্‌ পত্রিকার নিজস্ববৃত্তের লেখকদের জন্য 
এই নিয়মাবলী নয়

সাইন্যাপস্‌ পত্রিকার নিয়মিত খবরাখবর পেতে 
ফেসবুকে পেজে নজর রাখুন।