সংবাদ শিরোনাম ১
রজত জয়ন্তীর অহর্নিশ এবং একটি গ্রন্থাগার
সংবাদ শিরোনাম ২
পথের আলাপ আয়োজিত ‘এক বিকেলের আড্ডা’
সংবাদ শিরোনাম ৩
মানবজমিন আলোচনা সভা।। কথ্য অকথ্য
গত ৩১ জানুয়ারি, ২০২১ কলেজস্ট্রিট কফিহাউজের তিনতলায় বই-চিত্র গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল পথের আলাপ আয়োজিত ‘এক বিকেলের আড্ডা’। পথের আলাপ পত্রিকার সদ্য প্রকাশিত ‘সাইকেল’ সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ ও গল্প প্রতিযোগিতার পুরস্কার প্রদান উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় কন্ঠশিল্পী ইন্দ্রাক্ষী ভট্টাচার্যের সূচনা সঙ্গীতে। স্বাগত ভাষণে পথের আলাপের পক্ষে চমক মজুমদার উপস্থিত সুধীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভূ-পর্যটক, সাইকেলিস্ট লিপিকা বিশ্বাস; আন্তর্জাতিক বাইক্স সংস্থার কলকাতার বাইসাইকেল মেয়র শতঞ্জীব গুপ্ত এবং কলকাতা সাইকেল সমাজ সংস্থার আহ্বায়ক রঘু জানা। অতিথিদের হাতে উন্মোচিত হয় পথের আলাপ পত্রিকার সদ্য প্রকাশিত ‘সাইকেল’ সংখ্যার মোড়ক।
দেশ-বিদেশে সাইকেল নিয়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতায় লিপিকা বিশ্বাস রোমহর্ষক ঘটনার উল্লেখ করে শ্রোতাবৃন্দকে স্তম্ভিত করে দেন। উপস্থিত দর্শকদের সামনে যেন ছবির মতো ফুটে ওঠে সে সব ঘটনা।
সাইকেলিস্ট লিপিকা বিশ্বাসের হাতে স্মারক ও পত্রিকা
‘এক বিকেলের আড্ডা’ অনুষ্ঠানে পুরস্কৃত হন পথের আলাপ আয়োজিত গল্প প্রতিযোগিতায় সেরাদের। প্রতিযোগিতায় প্রথম হন অজিতেশ নাগ, দ্বিতীয় বিপ্লব গঙ্গোপাধ্যায় এবং তৃতীয় বন্দনা মিত্র। অতিথিদের হাত দিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর হাতে তুলে দেওয়া হয় স্মারক, পুষ্পস্তবক, বই এবং যথাক্রমে দুই হাজার, দেড় হাজার ও এক হাজার টাকার আর্থিক পুরস্কার। পুরস্কৃত হন প্রতিযোগিতায় ‘সেরা দশে অন্যতম’ গল্পকাররাও। পূর্বা কুমার, মৌসুমী ঘোষ, জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, সমাজ বসু, প্রলদের। প্রতিযোগিতায় প্রথম হন অজিতেশ নাগ, দ্বিতীয় বিপ্লব গঙ্গোপাধ্যায় এবং তৃতীয় বন্দনা মিত্র। অতিথিদের হাত দিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর হাতে তুলে দেওয়া হয় স্মারক, পুষ্পস্তবক, বই এবং যথাক্রমে দুই হাজার, দেড় হাজার ও এক হাজার টাকার আর্থিক পুরস্কার। পুরস্কৃত হন প্রতিযোগিতায় ‘সেরা দশে অন্যতম’ গল্পকাররাও। পূর্বা কুমার, মৌসুমী ঘোষ, জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, সমাজ বসু, প্রলয় নাগ, ইন্দিরা মুখোপাধ্যায় এবং বিকাশকলি পোল্যের হাতে তুলে দেওয়া হয় স্মারক, বই এবং পাঁচশত টাকার আর্থিক পুরস্কার।
অনুষ্ঠানের শেষলগ্নে গল্পপাঠ করে শোনান দশম শ্রেণির পড়ুয়া সারস্বত হাজরা, কবিতা পাঠ করেন কবি ব্রতীন সরকার। সমাপ্তি সংগীতে সঞ্চিতা রাহা নন্দী উপস্থিত দর্শকের মন জয় করে নেন।🚫
0 মন্তব্যসমূহ