প্রবীণ এই কবি ১৯৪৮ সালে পেরুর পুনো (Puno) রাজ্যে জন্মগ্রহণ করেন। প্রকাশিত বইয়ের সংখ্যা চোদ্দো। ইংরিজি,
আফ্রিকান, গ্রীক, জার্মান, ইতালিয়ান ভাষায় অনূদিত তাঁর কবিতা।
২০১৭ সালে পেরুভিয়ান স্টেট মিনিস্ট্রি অফ কালচার সোলার সালভাদোর তাঁকে পেরুর
সংস্কৃতি প্রসারের জন্য মেরিট গোল্ড ও ডিপ্লোমা প্রদান করেন। পেরু সহ অন্যান্য
লাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে বেশ ক'টি পুরষ্কারে
ভূষিত।
প্রথম
অঙ্ক
আমি তোমার মেষযূথের
সামান্য মেষপালিকা
ছায়াবৃত করো আমায়
দ্বিতীয় অঙ্ক
ভালবাসি ও আমার মন্দ প্রভু
তোমার চাষি কন্যা হব বলে কেন ফের জন্ম নেব
তৃতীয় অঙ্ক
ভালবাসি ও আমার মন্দ প্রভু
তোমার উৎসবের মেষযূথ সাথে
নিয়ে ওখানেই থাকো তুমি
ওরা পায় না দেখতে
তোমার শিরার রঙিন কোমরবন্ধনী
পূর্বপুরুষের গন্ধ পাই
জানি মেষ যূথের মধ্যখানে এখন
তোমার দৌড়োবার সময়। আমি যাই
এবার তোমার পালা
মূল কবিতা
She is currently a teacher at the Carlos Baca Flor Superior School of Art, in Arequipa |
এক ঝাঁক
ঢেউয়ের ধাক্কা বেয়ে
তোমাদের নামধাম
নির্বাসিত অনন্ত
কীভাবে ফের দেখা হবে স্বপ্নের সাথে
নির্যাতিতের ওপরে পড়া
ঝাঁকুনির ক্লান্তিতে
কোন দিন সাড়ে তিনশ মানুষ
অন্য দিন, বুঝি চারশ
ছ’কোটি মৃত মানুষ
পথ জুড়ে অন্ধকারে
আমরা ওর নিজস্ব ঢেউয়ে ঢুকে যাই
যখন সে আমাদের দিকে চেয়ে থাকে
যখন উচ্চারণ করি জোরে জোরে
আমারই দেশে অনাশ্রিত
তাদের নাম
বারান্দাই আমার পথ
আমি ওকে চলতি
নাম দিই “কষ্টে থাকা নিষেধ”
মৃত্যু লুকিয়ে থাকে এভাবে
গাছেদের পাতার ভেতর
কখনও সমুদ্রে মেশে
মুক্ত সিগাল পাখিদের নাচ
ভোরের সারস পাখিদের বিষণ্ণ নাচ
খাড়া পাহাড়ের গায়
মৃতেরা
হাত তোলে
আমাদের ডেকে চলে
লুকনো ঢেউয়ের ছলে
গোধূলির মত হেঁটে চলে
ওরা কাঁপতে থাকে
কোন দিকে চোখ রাখি
জনশূন্য বাঁধ
চেষ্টা করে সান্ত্বনা দিতে
নির্যাতিতর বর্ণনার ছটা
অসংখ্যের মাঝখানে থাকা জেমস এনসোর
কফির কাপ
বারান্দার টেবিলে ইদানীং এসে পৌঁছনো
বইয়েরা হেঁটে যায় একটি উটপাখি
প্রশ্ন করি ওর কন্ঠে দুঃখী সুর কেন
বাতাস মেপে দেখি
স্বাভাবিকতায় ফিরবে কি কখনও?
পরিণত হয় উত্তর যতক্ষণ না
দরজায় এসে দাঁড়ায় যন্ত্র মিস্ত্রী
তর্কে পরাস্ত মানুষের
অনন্ত নীরবতা
অঘোষিত কোন এক
যুদ্ধের গোধূলি কাল
নরম কালো প্লাস্টিকের থলে
ওগুলোকে ঢেকে রাখি কাপড়ের মত
বুকে ঘুষি মারি নিজের
একবার না একবার
সূর্যহীন এই আলো জ্বেলে দিই
অন্য কোন বিশ্বের
প্রত্যাবর্তন দেখবার জন্য
ইতিমধ্যে ভার নেবে
সব সমুদ্রতীরেরা
যন্ত্রণা হলে যেভাবে তুমি করো প্রিয় কার্লোস
উত্তরণের জন্য তোমার শব্দগুলোকে
এলোমেলো করা অসম্ভব
এখানে “কষ্টে থাকা নিষেধ”
দেশের শিশুদের চোখ থেকে ভয় সরিয়ে দিতে দিতে
ঝড় পুঞ্জীভূত হয় আমাদের বারান্দায়।
মূল কবিতা
0 মন্তব্যসমূহ