সাদা গোলাপের বসন্ত
২২ ফেব্রুয়ারি, ১৯৪৩ — মিউনিখ। একজন ছাত্রী — সোফি স্কোল, গিলোটিনে তার মাথাটা ছিন্ন করে দেওয়া হয়। তার অপরাধ ছিল হিটলারের বিরুদ্ধে লিফলেট বিলি করা। মিউনিখ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়ে ওঠা একটি প্রতিবাদী বুদ্ধিজীবি দলের কোর কমিটির সদস্য ছিল সোফি স্কোল। দলটি সাদা গোলাপ নামে পরিচিত। হিটলারের অপশাসনের বিরুদ্ধে, ইহুদীদের গণহত্যার বিরুদ্ধে গোপনে লিফলেট বিলির মাধ্যমে ‘সাদা গোলাপ’ প্রতিবাদের সুরটিকে বাঁচিয়ে রেখেছিল। গিলোটিনে মাথা দেবার আগে সোফি স্কোল বলেছিল, ‘এমন রোদ ঝলমলে দিন আর আমাকে চলে যেতে হবে!’
তোমার কথায় সায় না দিতে পারলে
জানি চলে যেতে হবে।
তোমার আইনে সায় না দিতে পারলে
জানি চলে যেতে হবে।
তোমার রথের চাকায় অর্ঘ্য না দিলে
জানি চলে যেতে হবে।
তোমার দেখা স্বপ্ন না দেখতে পারলে
জানি চলে যেতে হবে।
তোমার ইশারা বুঝে ঘাড় না নোয়ালে
জানি চলে যেতে হবে।
তোমার বানানো ঘেটোতে মত না দিলে
জানি চলে যেতে হবে।
তোমার মিথ্যা ভাষণে ফুল না ছড়ালে
জানি চলে যেতে হবে।
তোমার মনের কথায় মন না দিলে
জানি চলে যেতে হবে।
জানি চলে যেতে হবে।
তোমার আইনে সায় না দিতে পারলে
জানি চলে যেতে হবে।
তোমার রথের চাকায় অর্ঘ্য না দিলে
জানি চলে যেতে হবে।
তোমার দেখা স্বপ্ন না দেখতে পারলে
জানি চলে যেতে হবে।
তোমার ইশারা বুঝে ঘাড় না নোয়ালে
জানি চলে যেতে হবে।
তোমার বানানো ঘেটোতে মত না দিলে
জানি চলে যেতে হবে।
তোমার মিথ্যা ভাষণে ফুল না ছড়ালে
জানি চলে যেতে হবে।
তোমার মনের কথায় মন না দিলে
জানি চলে যেতে হবে।
আমি চলে যাবো, আমার লেখা কবিতা
থেকে যাবে। থেকে যাবে প্রতিটা অক্ষর।
ওরা এই মেকি ঝলমলে দিনটাকে
সত্যি ঝলমলে করে দেবে একদিন।
আমি চলে গেলেও জানি
বসন্ত আসবেই।
![]() |
ধরা পড়ার পর সোফি স্কোলের যে ছবি তোলা হয়েছিল |
![]() |
0 মন্তব্যসমূহ