অণুগল্প ১।। অসুখ।। গৌর বৈরাগী


    কী ব্যাপার আপনাকে এরকম দেখাচ্ছে কেন? সারারাত ঘুম হয়নি বুঝি?

    আমার হয়ে বিমল বলল, ঠিকই ধরেছেন রথীন দা। অমলের খুব বিপদ। একটা উপকার করতে হবে আপনাকে।

    কী বিপদ?

    বললাম, ছেলেটার কাল থেকে ব্লাড ভমিটিং। কাল সারারাত হাসপাতালে ফেলে রেখে আজ সকালে বলল, কলকাতার কোন মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে। অবস্থা খুব ডেটোরিয়েট করেছে।

    বেশ তো ওখানেই নিয়ে যান।

    কিন্তু ওখানে তো আমাদের কোন চেনাশোনা নেই। আর কোন রেফারেন্স না থাকলে ওরকম এ্যাকিউট পেসেন্ট কে নিয়ে. . . 

    ঠিক আছে, ঠিক আছে। বলতে বলতে পাশে রাখা প্যাডটা টেনে নিলেন রথীন দা। আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। প্যাড এর ওপর লেখা শুরু করতেই বললাম, এই কারণেই আপনার কাছে আসা। আপনার কাছে মানে দিদির কাছে। দিদি না থাকলে আমাদের যে কী. . . 

    ঠিক এই জায়গায় বিমল আমার কব্জিতে চাপ দিয়ে ফিসফিস করে বলল, রথীনদা এখন আর ঘাসফুলে নেই, পদ্মফুলে।

    আমিও চাপা গলায় বললাম, গত পরশু পর্যন্ত পদ্মফুলেই ছিলেন। খবর পেয়েছি, কাল রাত থেকে আবার উনি দিদির কাছে ফিরে এসেছেন।  🚫

অলংকরণ - সাইন্যাপস্‌ পত্রিকা


গৌর বৈরাগীর সঙ্গে সম্পাদক রাজীব কুমার ঘোষ
ছবি - সাইন্যাপস্‌ পত্রিকা

সাইন্যাপস্‌ পত্রিকা ওয়েবে প্রকাশিত

অন্য অণুগল্পগুলি পড়ার জন্য
ক্লিক করুন 👉  সব অণুগল্প