কম কথা বলুন।। রাজীব কুমার ঘোষ

 
কবিতায় কম কথা বলুন
কম কথা বলুন কবিতায়।
বেশি কথা বললে
বুঝে যাবে পাঠক, শাসক,
কোন ঘটনা আসছে কলমে।
 
কলম অতি পবিত্র
তাকে সোচ্চার করে
অপবিত্র করবেন না।
 
ভাসিয়ে দিন পংক্তি
জামানা বদলালে বলবেন,
আগের জামানায় লেখা।
আবার জামানা বদলালে
আবার বদলাবেন বয়ান।
ভালো করে বুঝুন
ইহাই চিরন্তন সাহিত্য।
 
নাম, স্থান, কাল রাখুন অনুক্ত।
আপনার কবিতায় লাশ থাকবে
সনাক্তহীন। খুন, জখম, ধর্ষণ হবে
ধারা সময়ের অলংকরণ বিশেষ।
 
না প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, নেতা, দাদা ━
এদের নাম নেবেন না।
সবাই যাতে ভেবে নিতে পারে
আপনার পংক্তিগুলি
আগের প্রধানমন্ত্রী, আগের মুখ্যমন্ত্রী,
আগের নেতা, আগের দাদাদের উদ্দেশ্যে।
 
কম কথা বলুন, নিরাপদ থাকুন।
পুরষ্কার  সব আপনারই জন্য
মঞ্চ, পোডিয়াম, মাইক্রোফোন,
ফুলের তোড়া, বিমুগ্ধ আঁখিপাত
সব, সব আপনার জন্য।
সাক্ষাৎকার, নরম সোফা, ক্যামেরা,
সম্প্রচার, বিজ্ঞাপন  সব কিছুই
কম কথা বলার জন্য কবিতায়।
 
নিরাপদ থাকুন,
আপনার পংক্তিরা কম কথা বলুক।
------------------------------------------------------

রাজীব কুমার ঘোষ

চুঁচুড়ার রাজীব’ মানেই সহদেববাবুর ঘোড়া’, ‘ভীষ্মদেবের মৃত্যুমুহূর্ত’, ‘অনেক জলের শব্দ’, ‘টাওয়ার অফ্ সাইলেন্স’, ‘হিবাকুশার ছেলে’ বা ঘোষ স্যারের গল্পগুলি — বহুচর্চিতভিন্নমাত্রার কিছু গল্প। জন্ম ১৯৭৭পড়াশোনাবেড়ে ওঠা চুঁচুড়া-হুগলি-চন্দননগর। ১৯৯৭ সাল থেকে লিটল ম্যাগাজিন কর্মকান্ডের সঙ্গে জড়িত এবং নিয়মিত লেখালেখি। সম্পাদিত পত্রিকা সাইন্যাপস্। আছে বেশ কিছু কবিতার বই। প্রকাশিত গল্প সংকলন ঘর ও দরজার গল্প’, ‘অনেক জলের শব্দ’, 'আমাদের আশাতীত খেলাঘর'। গল্পের জন্য বারাসাতের বহুস্বর পত্রিকার পক্ষ থেকে পেয়েছেন ২০১৯ সালের অনন্তকুমার সরকার স্মৃতি পুরস্কার। অণুগল্পের জন্য ২০১৮ সালে চুঁচুড়ার গল্প সল্পের আটচালার পক্ষ থেকে পেয়েছেন উৎপল স্মৃতি পুরস্কার। সম্প্রতি প্রকাশিত কবিতার সংকলন, "এই কবিতা শেষ হলেই"।

পেশায় বিজ্ঞান শিক্ষক। নেশায় পাঠক। প্রিয় অবকাশ যাপন — পাঁচশো বছরের পুরনো জনপদের অলিগলিতে সময়ের ভাঁজে ভাঁজে ঘুরে বেড়ানো।

মূল সূচিতে যেতে এখানে ক্লিক করতে হবে