সাইন্যাপস্‌ সংবাদ ৩ ।। 
সাইন্যাপস্ পত্রিকার গল্পের ওয়ার্কশপ বাঁশবেড়িয়া হাই স্কুল (বয়েজ) 
 ২৫.১০.২০১৯

 ২৫.১০.২০১৯ তারিখে সাইন্যাপস্ পত্রিকার গল্পের ওয়ার্কশপ অনুষ্ঠিত হল ঐতিহ্যমন্ডিত বাঁশবেড়িয়া হাই স্কুলে। পত্রিকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন গল্পকার মৌসুমী ঘোষ, রাজীব কুমার ঘোষ, শ্রীপর্ণা ঘোষ। উপস্থিত ছিলেন গল্পকার গৌর বৈরাগী, জয়ন্তী বৈরাগী। উপস্থিত ছিলেন গল্পকার মহুয়া মল্লিক।


স্কুলের পক্ষ থেকে প্রশানশিক্ষক ড. দেবাশিস চট্টোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, তারাপ্রসাদ সাঁতরা, শীলা ঘোষ, সমরকান্তি রায় ও অপরাপর শিক্ষকবৃন্দ সাইন্যাপস্ টিমকে স্বাগত জানান। স্কুলের পক্ষ থেকে একটি স্মারক তুলে দেওয়া হয় পত্রিকার হাতে।



৭৬ জন ছাত্র এই ওয়ার্কশপে অংশগ্রহণ করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে।



প্রধানশিক্ষক সহ অপরাপর শিক্ষকেরা উপস্থিত থেকে ওয়ার্কশপটিকে সাফল্যমন্ডিত করে তোলেন।
প্রথম পর্বে রাজীব কুমার ঘোষ প্রোজেক্টরের মাধ্যমে অংশগ্রহণকারীদের গল্প নির্মাণের জগতে নিয়ে যান।

দ্বিতীয় পর্বে গল্পকথন প্রতিযোগিতাটি পরিচালনা করেন মৌসুমী ঘোষ। প্রতিযোগিতায় বিচারক হিসাবে ছিলেন গৌর বৈরাগী, জয়ন্তী বৈরাগী, মহুয়া মল্লিক এবং অরুণ মুখোপাধ্যায় মহাশয়।


প্রতিযোগিতায় যারা স্থান অর্জন করেছে
প্রথম স্থানঃ বিশ্বায়ন ঘোষ
দ্বিতীয় স্থানঃ অঙ্কুশ রাজ সাহা
তৃতীয় স্থানঃ সৌভিক দাস
চতুর্থ স্থানঃ সৌমজিৎ দাস
পঞ্চম স্থানঃ শ্রীরূপ চট্টোপাধ্যায়
ষষ্ঠ স্থানঃ সাত্ত্বিক সাহা


তৃতীয় পর্বে গল্পকথনে সমস্ত অংশগ্রহণকারীদের হাতে উৎসাহ ব্যঞ্জক পুরস্কার তুলে দেওয়া হয় পত্রিকার পক্ষ থেকে। করোনা পরিস্থিতির জন্য স্থানাধীকারিদের হাতে যে বিশেষ পুরস্কার তুলে দেবার কথা ছিল তা তুলে দেওয়া হয়েছে এই বছর ২৩ শে জানুয়ারি।
ওয়ার্কশপের কাজের ফাঁকে ফাঁকে বক্তব্য রাখেন
গৌর বৈরাগী, মৌসুমী ঘোষ, মহুয়া মল্লিক।

স্কুলের পক্ষ থেকে বক্তব্য ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন
প্রধানশিক্ষক ড. দেবাশিস চট্টোপাধ্যায়
এবং অপরাপর শিক্ষকবৃন্দের মধ্যে
অরুণ মুখোপাধ্যায়, সমরকান্তি রায় ও তারাপ্রসাদ সাঁতরা।
ওয়ার্কশপটি প্রধানত যার উদ্যোগে বাস্তবায়িত হল সাইন্যাপস্ পত্রিকার সেই সুহৃদ কবি তারাপ্রসাদ সাঁতরাকে আন্তরিক ভালোবাসা ও ধন্যবাদ। তার উদ্যোগ ছাড়া এমন সুন্দর দিনটি আমরা পেতাম না।
ধন্যবাদ বাঁশবেড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক এবং সকল শিক্ষকদের। গল্পচর্চা নিয়ে তাদের এই উদ্যোগ আগামী দিনে ফলপ্রসু হবে সে বিষয়ে আমরা নিঃসন্দেহ।