সুকমল বসুর কবিতা |
অন্তস্থ বর্ণের ভেতর
আমি বসে আছি আনন্দগুলোকে
অভিনয় শেখাব বলে
কেউ হবে অর্জুন কেউ হবে সখী
আবার কেউ হবে কোটাল
আমি অভিনেতা হয়ে সবার পেছনে থাকব
আমি চেয়ে আছি নিরাভরণ আকাশের দিকে
মহাশূন্যের নীল মাছ
আমার চোখের তারায়
ডুব ডুব ডুব ডুবসাগরে আমার মন
আমি
ছদ্মবেশ ধারন করতে পারি
শিবের
ম্যাকবেথের
সিরাজদৌল্লার
ঔরঙ্গজেবের
দারাশিকোর
আবার সবাইকে নিয়ে
হারিয়ে
যেতে পারি
বিস্ময় চিহ্নের তিনতলায়…
মূল সূচিতে ফিরে যেতে এখানে ক্লিক করতে হবে
--------------------------------------
কবি পরিচিতি
সুকমল বসু, ঝাড়গ্রাম।
১৯৭৬ সাল থেকে নিয়মিত কবিতা রচনা করে
চলেছেন। দেশ, উত্তরসূরি, কবি সম্মেলন, কবিতীর্থ থেকে শুরু করে বহু লিটল ম্যাগাজিনে
কবিতা প্রকাশিত হয়েছে এবং হয়ে চলেছে। বহু সংকলনে তার কবিতা সসম্মানে জায়গা করে নিয়েছে।
পুরষ্কার এবং সম্মাননাও পেয়েছেন অনেক। কাব্যগ্রন্থের সংখ্যা দশটি। লেখার মধ্যেই তিনি
ছিলেন…এখনো আছেন…থাকবেন…
0 মন্তব্যসমূহ