সম্পাদকীয়।। বর্ষ ২৩, সংখ্যা ৩২।। ওয়েব  সংখ্যা ২।।

"কেন চেয়ে আছো গো মা"

    হে ধর্মাবতার, আপনি একজন বিচক্ষণ মহিলা। আপনার মতো বিদুষীর কাছে পোশাকের সৌন্দর্যটা হয়ত খুবই সহজ-সরল। তাই ‘সতীশ’ নামে পশুর পেশীগুলো কিশোরীটির পোশাক কাচের মতো টুকরো টুকরো করে ফেলেছিল সেকথা আপনার চিন্তার বাইরে। সুন্দর রোদ ঝলমলে সেই দিনে রায় দেবার সময়, কালো কাপড়ে চোখ বাঁধা প্রস্তর নারী-মূর্তির সামনে তাই আপনি ভাবতেও পারেন নি, শয়তানের হাতের স্পর্শে যে তাপ থাকে তাতে শুধু পোশাক না পোশাকের ভিতরের নিষ্পাপ মন ও শরীর দুই-ই পুড়ে যায়।
        
    এহেন বক্তব্যগুলো প্রথমে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে ভয়ের বাতাবরণ তৈরি করেছিল। ২০২১ এর ১৯ শে জানুয়ারি, বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে এই  ভয়ের দৃশ্যের জন্ম হয়েছিল। দৃশ্যটির প্রধান ভূমিকায় ছিলেন, জাস্টিস পুষ্প ডি গানরিওয়াল। ভয় একটা চমৎকার অস্ত্র। যার মানুষ ছাড়া অন্য কোন জ্বালানি লাগে না। এই ভয়ের দৃশ্য ক্রমে আমাদের একটা সংকটের মধ্যে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে। 

    বোঝাই যাচ্ছে এই সংকট থেকেই হয়ত আবার এক সংগ্রামের জন্ম হবে। 🚫

    

আনন্দবাজার পত্রিকা/১৪.০২.২০২১/পৃষ্ঠা ৮