অর্থিতা মন্ডলের গুচ্ছ কবিতা

বটবৃক্ষ


এক
বটের ঝুড়ির গায়ে তোমাদের শোক
গুহাবাসী আলো নিয়ে নেমে আসে ধীর।
আলাপের সেতার বাজিয়ে আমিও তো গান গাই বেশ!
আমাদের কথা হয় ছড়ানো গেরস্থালি
বটবৃক্ষের আলো মেখে স্নান সারে গর্ভের সন্তান
 
দুই
কামনা রাখা আছে গাছেদের কোটরে
লাল সুতো বাধা বটবৃক্ষ দেবতার থান,
নদীর বুকে মৃতগন্ধা ঘরবসত তোমার
কবরে পুড়েছে শোক, নদীজল ছুঁয়ে থাকে গাছ
তুমি আমি পাঠ নেই,চিতাভস্ম ধূপ
ভ্রুনেদের কপালে হাত রাখি সুখী হোক প্রবাস
 
তিন
বটবৃক্ষের কাছে এসে দাঁড়ান সন্ন্যাসী
গাজনের রং মেখে শিব চতুর্দশী র ভেলা ভেসে গেছে
নিশ্চুপে বসেছো তুমি পাতার রং গাঢ় হয়
মৃত গাছের শিকড়ে জল পড়ে লোকাচার ছুঁয়ে
আমি তোমার ভেতরে রাখি চন্দনফুল
আমাদের ঘিরে দোল খায় আজন্ম বটবিলাস
 
চার
বটের ঝুড়ি ধরে ঝুলে আছে আমাদের শিশু
কাজলপাতা পুড়িয়ে টিপ পরিয়েছি,মুখে দেই মধু।
বটগাছ বৃদ্ধ হলে ঘন অরণ্য চরাচর
খুঁজে নেয় নাগরিক সুখ
আমি তুমি ধূসর পাতায় রেখেছি জল
পান করুক আমাদের পূর্বাপর কল্যাণ
 
পাঁচ
গাছের ছায়ায় গান গায় লোকেদের গায়ক
বটের শরীরে সিঁদুর তিলক,ফলমূল
এনে রাখি আমাদের সমস্ত উপাচার
আদিবৃক্ষ জড়িয়েছে কামনার পরত
জীর্ণ বকলে তোমার আজন্ম ক্ষত
আমি তুলে রাখি শুশ্রূষা।
লোকগানে বৃক্ষদেব ভাসিয়েছেন অমৃতকলস
 
ছয়
বটবৃক্ষ ছায়া পাতে মেলা বসে দেখো
ডুগডুগি বাজিয়ে খেলা দেখায় কালোপুরুষ
মাদারির খেলা জমে ভানুমতী এনে দেয় প্রেম
তুমি আমি মাচা বাঁধি উঁচু ডাল ছাওয়ায় ছাওয়ায়
খুঁটে খুঁটে জড়ো করি দিনপাত
ভাঙা মেলা পড়ে থাকে একদার সুবাস
বটগাছের আবেষ্টনী জড়িয়ে রোজ রাতে তারা হয়ে ফোটে
 
সাত
বটফল পড়ে আছে বিস্তীর্ণ পথ
ঝাঁকে ঝাঁকে পক্ষিবিলাস
তুমি রাখালিয়া বাঁশি বাজাও,
পাতায় বুনেছি ঠোঙা অরণ্য কুসুম,
মৌতাতে স্তুপ হয় মৃতচর্যা স্রোত
আমি তুমি শুয়ে থাকি শীতল আবাহন
আদিতম বৃক্ষের ভেতর আমরাই ছায়া হয়ে ওঠে
 
আট
তুমি বট বৃক্ষের কাছে যাও
বৃক্ষের ভেতর ঢুকে যান ঈশ্বর
তোমার সমস্ত শোক তুলে দাও তাঁকে
তিনি তখন ঈশ্বরীকে ডাকেন,
আমি আসমুদ্র চরাচর হয়ে উঠি
অরণ্য ভাঙে, নগর ভাঙে
আমাদের সন্তান চক্রাকারে দোল খায়
আদিবৃক্ষের অনন্ত শয্যায়

মূল সূচিতে ফিরে যেতে এখানে ক্লিক করতে হবে

-------------------------------------- 

 

কবি পরিচিতি

প্রধান সম্পাদক কিংশুক ( ISSN 2394-5877)। প্রকাশিত ছোটোদের গল্প গ্রন্থ : ১) জ্যান্ত ভূতের গপ্পো (২০১১), ২) ইচ্ছেপাতার দেশে (২০১৭)। ছোটোদের জন্যে প্রকাশিত যৌথ উপন্যাস রাজপুত্র উধাও(রতনতনু ঘাটী, ঋতা বসু, দীপান্বিতা রায়, শাশ্বতী চন্দ, অর্থিতা মণ্ডল, দেবজ্যোতি ভট্টাার্য্য) (২০১৯), প্রকাশিত কবিতার বই ১) বৈষাদিক (২০১০) ২) তোমায় উড়িয়ে দিলাম কথা (২০১২) ৩) অন্ধ বাউলের দোতারা (২০১৯)।প্রকাশিত প্রবন্ধের গ্রন্থ - নির্দিষ্ট কিছু শিশুসাহিত্য : অনুভবে বিশ্লেষণে (২০২১)


আপনার মতামত নিচে 
'আপনার মন্তব্য লিখুন' শীর্ষক বক্সে লিখে 
আমাদের জানান। 
লিটল ম্যাগাজিন বেঁচে থাকে 
পাঠকদের মতামতে। 🙏