অণুগল্প ।। চলো সমুদ্রে যাই
রিয়া বলল, চলো সমুদ্রে
যাই . . .
আমি বললাম, কেন!
না এমনিই। চলো ঘুরে আসি। আমার সমুদ্র খুব ভালো
লাগে।
কিন্তু সমুদ্রে যাব বললেই তো আর সঙ্গে সঙ্গে
সমুদ্রে যাওয়া যায় না। তার জন্য অনেক রাস্তা পেরিয়ে যেতে হয়। রাস্তাটা ঠিক যেখানে
গিয়ে শেষ হয় তারপরই সমুদ্রের শুরু।
আমাদের মানচিত্রে সমুদ্র অনেকটা জায়গা জুড়ে
ভেসে আছে। তার জলের নোনতা স্বাদ আর বালিয়াড়ির মাখামাখি সকাল বিকেল রাত্রি পর্যন্ত
জেগে থাকে।
সমুদ্রে আমরা নিজেকে ভাসিয়ে দিই। নোনা জলের
স্বাদে ঠোঁট চটচট করে ওঠে। সারাটা সকাল জুড়ে শুধু ঢেউ এর দাপাদাপি।
যাই হোক আমরা সমুদ্রে যাচ্ছি। রিয়া বলল।
এখন আমাকে তার রাস্তা খুঁজতে হবে। তো আবার সেই
মানচিত্র খুলে বসা। বাধ্য পড়ুয়ার মত ম্যাপ পয়েন্টিং করে করে প্রথমে সমুদ্র চিহ্নিত
করলাম। তারপর রাস্তা আঁকলাম।
কালো পিচের রাস্তা। রাস্তার দু-পাশে সারি সারি
বাড়ি ঘরদোর গ্রাম শহর বসে পড়েছে। মাঝে মাঝে গাছপালার দল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের
হাত নাড়ে।
সমুদ্রের অনেক গল্প আছে। আমরা দু-জনে অনেক গল্প
করেছি সমুদ্র নিয়ে। আর আমরা সেই সমুদ্রেই যাব। তারপর আবার কোনো নতুন গল্প শুরু হবে
একদিন।
নতুন নতুন গল্প নিয়ে রিয়ার উৎসাহ অনেক। কারণ
তাতে সমুদ্র থাকবে। সঙ্গে রিয়া আর আমি। আমরা নতুন গল্পের প্রত্যেক লাইনে লাইনে
শুধু দৌড়ে বেড়াব।
দৌড়তে দৌড়তে গল্প খুঁজবে সমুদ্র। আর আমরা তখন
সমুদ্রেই। সমুদ্র তার নিজস্ব ভঙ্গিমায় কত ঢেউ ভেঙে যায়। কোথাও কোথাও ভেঙে যাওয়া
ঢেউ এর শান্ত জলে পা ভিজিয়ে অনেকে দাঁড়িয়ে পড়ে। তারা সমুদ্রের গন্ধ পায়।
গন্ধ বললে আমি রিয়ার কথা ভাবি। ওর শরীরের এক অদ্ভুত গন্ধ
আছে! ও আমার পাশে না থাকলেও ওর গন্ধ আমার নাকে লেগে থাকে সারাক্ষণ।
রিয়ার গন্ধ রিয়াকে একা থাকতে দেয় না। আমি সব
সময়েই রিয়ার পাশে থাকতে চাই। রিয়ার গন্ধে ভেসে যেতে চাই।
রিয়া বলছিল, চলো সমুদ্রে যাই। আর আমরা এখন
সমুদ্রে। সারাদিন আমরা হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে আমাদের নতুন গল্প সমুদ্রের
সাথে মিশে গেছে।
তারপর রাত হল। চারপাশ সব কেমন শান্ত হয়ে পড়েছে
সারাদিনের ব্যাস্ততার পর। দেখি তখনো সমুদ্র কথা বলছে। এ এক অন্য সুরে সমুদ্র তার
কথা বলছে। আমি আর রিয়া মন দিয়ে শুনছি সমুদ্রের কথা।
রিয়া ঘুমুচ্ছে আমি জেগে আছি। সমুদ্র দেখছি।
আমি ঘুমচ্ছি রিয়া জেগে আছে। সমুদ্র দেখছি।
আমি ঘুমুচ্ছি রিয়া ঘুমুচ্ছে। সমুদ্র দেখছে।
এ এক অনন্তকাল ধরে সমুদ্র আমাদের দেখছে . . .
রিয়াকে, তারও আগে আমাকে। তারও আগে
আমাদেরই মত আমাদের পূর্বপুরুষদের। সমুদ্র শুধু দেখেই যাচ্ছে আমাদের।
আর আমরা দেখতে দেখতে বুড়িয়ে গেলাম
আমাদের আরও কত নতুন নতুন গল্প হল
রিয়া বলল, চলো সমুদ্রে যাই . . .
এখন সমুদ্র তার পুরোনো গল্প শোনাবে। 🚫
3 মন্তব্যসমূহ
সুন্দর। কবিতার মতো।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনসুন্দর। কবিতার মতো।
উত্তরমুছুন