সাইন্যাপস্‌ পত্রিকা সংবাদ ২ ।। 
সাইন্যাপস্ পত্রিকা  প্রদ্যুম্ন মিত্র স্মরণ সংখ্যা প্রকাশ।। ০২ জুন ২০১৯

 
চুঁচুড়া থেকে প্রকাশিত সাইন্যাপস্ পত্রিকার "প্রদ্যুম্ন মিত্র" স্মরণ সংখ্যার উদ্বোধন হয়েছিল ২.০৫.২০১৯ তারিখে প্রয়াত শ্রী মিত্রের নিজগৃহেই একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে।



    শ্রী মিত্রের সহধর্মিণী গীতশ্রী মিত্রের অসুস্থতার জন্য সাইন্যাপস্ বড় করে কোনো উদ্বোধন অনুষ্ঠান করা থেকে বিরত ছিল।
    প্রথমে পত্রিকার সম্পাদক রাজীব কুমার ঘোষ তাঁর বক্তব্যে বলেন কেন এই সংখ্যা প্রকাশ।


এরপর এই স্মরণ সংখ্যা প্রকাশের অন্যতম উদ্যোক্তা ডাঃ অক্ষয়কুমার আঢ্য তাঁর বক্তব্য রাখেন। শ্রী প্রদ্যুম্ন মিত্রের পরিবারের ইতিহাস, শ্রীমিত্রের জীবন ও সাহিত্যকর্মের ওপর তিনি সংক্ষেপে আলোকপাত করেন।


    পত্রিকার পক্ষ থেকে সম্পাদক মৌসুমী ঘোষ এবং শ্রী আঢ্য পত্রিকাটি তুলে দেন প্রদ্যুম্ন মিত্রের সহধর্মিণী গীতশ্রী মিত্রের হাতে। তিনি মোড়ক উন্মোচন করে উদ্বোধন করেন পত্রিকাটি।


    পত্রিকার পক্ষ থেকে গল্পকার বিমল গঙ্গোপাধ্যায় আর শ্রীপর্ণা এই সংখ্যার দুই লেখক ডাঃ আঢ্য ও অনন্তদেব মুখোপাধ্যায়ের হাতে সৌজন্য সংখ্যা আর উপহার তুলে দেন। পত্রিকায় প্রকাশিত ফটোর ফটোগ্রাফার নীলাব্জ ঘোষের হাতে সৌজন্য সংখ্যা আর উপহার তুলে দেন মৌসুমী ঘোষ।


    প্রদ্যুম্ন মিত্রের অন্যতম সুহৃদ অনন্তদেব মুখোপাধ্যায় তাঁর স্মৃতিচারণায় ফুটিয়ে তোলেন শ্রী মিত্রের সাথে তাঁর সখ্যতার মুহুর্তগুলি। প্রদ্যুম্ন মিত্রের প্রিয় একটি গান তিনি খালি গলায় পরিবেশন করেন।

        
    অন্তিমে গীতশ্রী মিত্র তাঁর অনুভব তুলে ধরেন একটি হৃদয়গ্রাহী বক্তব্যে।

    
    শ্রী মিত্রের প্রিয় আরেকটি গান তিনি গেয়ে শোনান উপস্থিত সুধীবৃন্দকে।
    উপস্থিত ছিলেন প্রদ্যুম্ন মিত্রের পরিবারের সকলে। সাইন্যাপস্ পত্রিকার সম্পাদকদ্বয়। প্রখ্যাত ডাক্তার ও সাহিত্যিক ডাঃ অক্ষয়কুমার আঢ্য। প্রাবন্ধিক অনন্তদেব মুখোপাধ্যায়। গল্পকার বিমল গঙ্গোপাধ্যায়। পথের আলাপের সম্পাদক চমক মজুমদার। স্থিরচিত্র শিল্পী নীলাব্জ ঘোষ প্রমুখ।