মৌসুমীর কলমে ।।  গল্পমেলার পিকনিক ২০২৩

 পিকনিক আসলে একটা গল্পের নাম

২৯ শে জানুয়ারী, ২০২৩ (রবিবার), চন্দননগরের খলিসানির মান্নাবাড়িতে জমে উঠল গল্পমেলার শীতকালীন চড়ুইভাতি, তথা গল্পমেলার ৩৬৬ তম গল্পের অধিবেশনটি মাত্র দেড় মাস আগেই দুদিন ব্যাপী চন্দননগরের রবীন্দ্রভবন চত্বরে অবস্থিত জ্যোতিরিন্দ্র সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছিল গল্পমেলার ৪১ তম বার্ষিক অধিবেশন সেই অধিবেশনেই ঘোষিত হয়েছিল পিকনিকের নির্ধারিত দিনটিতারপর থেকে অজিত মুখোপাধ্যায় পিকনিকের সলতেটি খুব যত্নের সঙ্গে পাকাতে শুরু করেন

মান্নাবাড়ি, খলিসানি।। ছবি - গল্পমেলার গ্রুপ থেকে
         
এরপরের পুরোটাই এক মনে রাখার মতো পিকনিকের গল্প শুধু মনে রাখার মতোই নয়, এক ঐতিহাসিক পিকনিকের গল্প বললেও অত্যুক্তি হবেনা পিকনিক স্পট, মেনু, ক্যাটারার, দিনক্ষণ, ধার্য চাঁদা এসব ঘোষণা গ্রুপে বেশ চলছিল নির্দিষ্ট নিয়ম মেনেই ওদিকে গৌর বৈরাগী পাকানো সলতেতে চন্দননগরের ঘি ঢাললেন পিকনিকের দিন কুড়ি আগে জানালেন পিকনিকের স্পটের রোমাঞ্চকর গল্পটা রোমাঞ্চকর কেন? মান্না বাড়ির চারপাশ অরণ্য, পুকুর আর প্রকৃতিঘেরা আম গাছ ভরা মুকুল পুকুরের যে ঘাট, তারও গল্প আছেকিন্তু সেসব গল্প পিকনিকে এলে তবেই দেখা যাবে হ্যাঁ ঠিকই বলেছি, ঘাটের গল্প দেখা যাবে বইকি ঘাটের সিঁড়িতে মার্বেলে লেখা পড়ে যেমন মুকুল ভর্তি আম গাছ দেখে গল্প লিখলেন একজন গল্পকার কে তিনি? ক্রমশ প্রকাশ্য

মান্নাবাড়ি সংলগ্ন পুকুর ।। ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

মান্নাবাড়ির নাট্যমঞ্চ ।। ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

এছাড়াও আছে একটা নাট্য মঞ্চ, একটা বিশাল অঙ্গন, অনেক বড়ো বড়ো দরজা আর বাড়ির কর্তার একটা বাঘ মারার গল্প কর্তার বয়স এখন ৯৯ বছর তিনি যুবক বয়সে বন্দুক দিয়ে বাঘ মেরেছিলেন বাঘটিও যে সে বাঘ নয় সুন্দরবনের (বিলকুলির কাছে) বাঘ তারপর? তারপরের গল্প শুনতে গল্পমেলার বন্ধুরা দলে দলে চলে এল জানুয়ারির শেষ রবিবার সকাল সাড়ে নটায় মান্নাবাড়ির অঙ্গনে আক্ষরিক অর্থে দলে দলেই। কলকাতা, মেদিনীপুর, আসানসোল, কোন্ননগর, চুঁচুড়া, নবাবগঞ্জ থেকে ছোটো ছোটো দলে সত্তর জন (উপস্থিত সকলের নাম নিচে) হাজির হয়েছিলেন এই মনে রাখার মতো পিকনিকে আর ছিলেন মান্না বাড়ির পুত্রবধূ মাধবী মান্না তাঁর বৌমা আর নাতনিকে নিয়ে

আপনার বাঁদিক থেকে - সঞ্চিতা ভট্টাচার্য, শুক্লা বন্দ্যোপাধ্যায়,
সর্বাণী বন্দ্যোপাধ্যায়, মৌসুমী ঘোষ, সুরশ্রী ঘোষ সাহা, মধুরিমা চক্রবর্তী,
বহ্নিশিখা ঘটক, কাকলি দেবনাথ, সুনেত্রা সাধু, ফাল্গুনী পান্ডা
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

পিকনিকে অংশগ্রহণকারী গল্প-বন্ধুরা -  
গৌর বৈরাগী, বিশ্বজিৎ পান্ডা
সুশান্ত সাহা, কান্তিরঞ্জন দে
অর্ধেন্দু শেখর সান্যাল, মণীন্দ্র চন্দ্র রায়
তপন রায় চৌধুরীদীপারুণ ভট্টাচার্য
অজিত মুখোপাধ্যায়, শ্রীজিৎ পান্ডা
সত্যবান মিত্রশিপ্রা সাহা, বেলা কর
জ্যোতিপ্রকাশ সাহা, কৃষ্ণা সিংহ, মিতা দে
পলি সান্যাল, করবী বন্দ্যোপাধ্যায়
জয়ন্তী বৈরাগী, ফাল্গুনী পান্ডা
ঋতা মুখার্জী, অর্চি মুখার্জী
রীতা মজুমদার, বহ্নিশিখা ঘটক
শুক্লা বন্দ্যোপাধ্যায়বিশ্বনাথ চট্টোপাধ্যায়
অমৃতাভ বন্দ্যোপাধ্যায়, সুমন্ত দাস
সুবীর মজুমদারসুন্দর মুখোপাধ্যায়
বৈশাখী লাহিড়ী, অভয় লাহিড়ী, রাজা লাহিড়ী
বৈশালী দাশগুপ্ত, ব্রততী সেন দাস
মধুরিমা চক্রবর্তী, স্বপন বন্দ্যোপাধ্যায়
ভগীরথ মিশ্র, উজ্জ্বল রায়
উৎপল চক্রবর্তী, জয়শ্রী দত্ত পান্ডা
রাজেশ কুমার, সর্বাণী বন্দ্যোপাধ্যায়
শ্যামলী আচার্য্য, শ্রীপর্ণা ঘোষ, মৌসুমী ঘোষ
জীবনময় দত্ত, চৈতালী দত্ত, স্বপ্নময় চক্রবর্তী
কাকলি দেবনাথ, সুরশ্রী ঘোষ সাহা
সুনেত্রা সাধু, সুব্রত দেব, রাজীব কুমার ঘোষ
সোমনাথ পুরকায়েৎ, পূর্বা দাস
সঞ্চিতা ভট্টাচার্য্য, বাণী চক্রবর্তী
বিশ্বদীপ চক্রবর্তী, মাধবী মান্না, তরুণ মান্না
অভীক মান্না, তানিয়া মান্না, মাধবী কোলে
আত্রেয়ী মান্না, প্রীতম গোলদার
শতদ্রু মজুমদার, রাজেশ ঘোষ
টুপুর ঘোষ বৈরাগী, হিমাঘ্ন ঘোষ

আপনার বাঁ দিক থেকে - টেবিলের ওপারে-অমৃতাভ বন্দ্যোপাধ্যায়,
সুন্দর মুখোপাধ্যায়, অজিত মুখোপাধ্যায়।
টেবিলের এ-পারে বিশ্বজিৎ পান্ডা এবং সুবীর মজুমদার
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে
        
অনেক আগে থেকেই গল্পমেলার গ্রুপে গল্পকার অমৃতাভ বন্দ্যোপাধ্যায়, সুন্দর মুখোপাধ্যায়, এমনকি আনসারউদ্দিন কাব্যের ঝড় তুলেছিলেন পিকনিককে কেন্দ্র করে কাব্যের ঝড় ভিতরে ভিতরে পিকনিকের উপস্থিতির হার কীভাবে বাড়িয়ে চলেছিল তার হিসেব গল্পমেলার পিকনিক কর্তৃপক্ষ দিতে পারবে তবে গল্পকারেরা মান্নাবাড়ির আঙ্গিনায় প্রবেশ করেই যা দেখলেন সে তো আর এক গল্প চারিদিকে পোস্টেরে পোস্টারে ছয়লাপ তাতে লেখা, একটা গল্প লিখলে একটা পান ফ্রি পঁচিশ মিনিট ভাবুন, পাঁচ মিনিট লিখুন, আর এক মিনিটে পড়ুন

একটা লিখলে একটা পান ফ্রি
ছবি গল্পমেলার গ্রুপ থেকে

পাঁচ মিনিটের লেখা - কান্তিরঞ্জন দে ।। ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

পাঁচ মিনিটের লেখা - সুব্রত দেব ।। ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


পাঁচ মিনিটের লেখা - সুনেত্রা সাধু এবং বৈশাখী লাহিড়ী
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

পাঁচ মিনিটের লেখা - ডান দিক থেকে - ব্রততী সেন দাস, সুরশ্রী ঘোষ সাহা,
রীতা মজুমদার। টেবিলের ওপারে - মধুরিমা চক্রবর্তী
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে
       
পাঁচ মিনিটের লেখা - বাঁ দিক থেকে - পূর্বা দাস, কাকলি দেবনাথ
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

পাঁচ মিনিটের লেখা - শ্রীপর্ণা ঘোষ, সর্বকনিষ্ঠ গল্পকার
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

এই পাঁচ মিনিটে গল্প লিখে এক মিনিটে গল্পপাঠের পর্বটিতে অংশগ্রহণ করেছিলেন উপস্থিত পঁচিশ জন গল্পকার (গল্পকারদের নাম নিচে দেওয়া হল) 

পাঁচমিনিটে গল্প লিখে এক মিনিটে গল্পপাঠকারী গল্পকারদের নাম রইল নিচে আর বন্ধনীতে রইল গল্পের নাম।

বহ্নিশিখা ঘটক (কাগজের নৌকা), 

রাজা লাহিড়ী (কনিষ্কের মুন্ডু), 

ফাল্গুণী পান্ডা (গোলাপ দিবস), 

দীপারুণ ভট্টাচার্য্য (লেনদেন), 

তপন রায়চৌধুরী (নির্দেশ), 

মধুরিমা চক্রবর্তী (চোখ), 

জ্যোতিপ্রকাশ সাহা (বেলা বোস), 

কান্তিরঞ্জন দে (মান্না বাবু), 

সুরশ্রী ঘোষ সাহা (চার), 

সুব্রত দেব (পারস্পরিক), 

বিশ্বনাথ চট্টোপাধ্যায় (নষ্ট মন), 

শ্রীপর্ণা ঘোষ (ইচ্ছাপূরণ), 

স্বপ্নময় চক্রবর্তী (মান্না বাড়ির আমগাছ), 

শতদ্রু মজুমদার (নলেন গুড়), 

সুশান্ত সাহা (তবে কি?), 

সুনেত্রা সাধু (দেখ কেমন লাগে), 

কাকলি দেবনাথ (আলো), 

পূর্বা দাস (অংশত মেঘলা), 

ব্রততী সেন দাস (ভিক্ষা), 

মৌসুমী ঘোষ (বাবার প্রিয় ফুল), 

শ্যামলী আচার্য্য (নেশা), 

রাজীব কুমার ঘোষ (আমন্ত্রণ), 

জয়ন্তী বৈরাগী (ব্যুমেরাং), 

সুবীর মজুমদার (পাওয়া না পাওয়া), 

রীতা মজুমদার (ভুল)


গল্পপাঠ পর্বের সঞ্চালনায় - শ্রীজিৎ পান্ডা 
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


এক মিনিটের গল্পপাঠ - পূর্বা দাস 
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে



এক মিনিটের গল্পপাঠ - সুবীর মজুমদার 
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


এক মিনিটের গল্পপাঠ - সুনেত্রা সাধু 
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


এক মিনিটের গল্পপাঠ - তপন রায় চৌধুরী 
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


এক মিনিটের গল্পপাঠ - ব্রততী সেন দাস 
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


এক মিনিটের গল্পপাঠ - বিশ্বনাথ চট্টোপাধ্যায় 
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


এক মিনিটের গল্পপাঠ - মৌসুমী ঘোষ 
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


এক মিনিটের গল্পপাঠ - জয়ন্তী বৈরাগী 
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


এক মিনিটের গল্পপাঠ - শ্রীপর্ণা ঘোষ 
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


এক মিনিটের গল্পপাঠ - শ্যামলী আচার্য 
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

এই পর্বে তরুণ গল্পকার শ্রীপর্ণা ঘোষ গল্পমেলার পিকনিক নিয়ে একটি হাসির গল্প সদ্য লিখে পাঠ করে যা শুনে খুশি হয়ে অগ্রজ গল্পকার স্বপ্নময় চক্রবর্তী মুখে মুখে মান্নাবাড়ির একটি মুকুল ভর্তি আমগাছ নিয়ে গল্প বলেন গল্পকার শতদ্রু মজুমদারের গল্প শুনে সত্যবান মিত্র মহাশয়, শতদ্রু মজুমদারকে পুরস্কৃত করেন 

 পুরষ্কৃত শতদ্রু মজুমদার
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

এই পর্বটি গৌরদা জেঠুর নির্দেশে সঞ্চালনা করে তরুণ সঞ্চালক শ্রীজিৎ পান্ডা আর অবশ্যই প্রত্যেক গল্পকার গল্পপাঠের পর পান ফ্রি পেয়েছিল আর যারা গল্প পড়েননি তাদেরও পান্না বৌদি মিষ্টি হাসি মিশিয়ে পান পরিবেশন করেছিলেন বই কী পিকনিকের কচুরি আলুরদম বোঁদে সহ জলখাবার আর অণুগল্প লিখে পাঠ করার পর্বটি মিটতে মিটতেই শুরু হয়েছিল মধ্যাহ্ন ভোজ লাইভ সংগীত পরিবেশনের পর্বটি। এর মাঝে সত্যবান মিত্রের প্রশ্নোত্তর পর্বটি 'গুগলি' প্রশ্নে প্রশ্নে জমে উঠেছিল।  এই বিশেষ ক্যুইজের নাম "কুচুটে ক্যুইজ"। শ্লোগান ছিল - সব ক্যুইজ বার বার, কুচুটে ক্যুইজ একবার।

গানের পর্ব - বিশ্বজিৎ পান্ডা
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


স্বরচিত গানে - অমৃতাভ বন্দ্যোপাধ্যায় ।। ভিডিও - গল্পমেলার গ্রুপ থেকে ।। শুনতে ক্লিক

                               গানে - টুপুর ঘোষ বৈরাগী ।। ভিডিও - গল্পমেলার গ্রুপ থেকে ।। শুনতে ক্লিক


গানে - সঞ্চিতা ভট্টাচার্য
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

এর মাঝেই চলেছিল দেদার আড্ডা - টেবিলে-টেবিলে। যার জন্যই তো যাওয়া।

আপনার বাঁদিক থেকে। সামনে বসে ভগীরথ মিশ্র এবং স্বপ্নময় চক্রবর্তী।
পেছনে যথাক্রমে - সর্বাণী বন্দ্যোপাধ্যায়, শ্যামলী আচার্য, 
মৌসুমী ঘোষ, কাকলি দেবনাথ,
মধুরিমা চক্রবর্তী এবং রীতা মজুমদার।
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


আপনার বাঁদিক থেকে সামনে। ব্রততী সেন দাস, ফাল্গুনী পান্ডা, 
জয়ন্তী বৈরাগী, বহ্নিশিখা ঘটক ও আরো অনেকে। 
।। ছবি - গল্পমেলার গ্রুপ থেকে।।

আড্ডা চলছে। আপনার বাঁদিক থেকে - বসে আছেন
ভগীরথ মিশ্র এবং স্বপ্নময় চক্রবর্তী। দাঁড়িয়ে রাজীব কুমার ঘোষ
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে
        
আড্ডা চলছে ।। ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

আড্ডা চলছে। আপনার বাঁদিক থেকে - করবী বন্দ্যোপাধ্যায়,
কাকলি দেবনাথ, বাণী চক্রবর্তী।
পেছনে - জয়শ্রী দত্ত পান্ডা
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

আড্ডা চলছে ।। ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

বেগুনী ডাল এঁচোড় মাছ মাংস চাটনি পাঁপড় রসগোল্লা সহ পিকনিকের মহাভোজ পর্বটি আরো সুস্বাদু হয়ে উঠেছিল লাইভ গান সহযোগে তা বলাই বাহুল্য 

মধ্যাহ্ন ভোজন পর্ব ।। স্বপ্নময় চক্রবর্তী, বাণী চক্রবর্তী, উজ্জ্বল রায়
 ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

মধ্যাহ্ন ভোজন পর্ব - জীবনময় দত্ত, উৎপল চক্রবর্তী, ভগীরথ মিশ্র
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

মধ্যাহ্ন ভোজন পর্ব - সত্যবান মিত্র, কান্তিরঞ্জন দে, বিশ্বদীপ চক্রবর্তীর
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

মধ্যাহ্ন ভোজন পর্ব - ফাল্গুনী পান্ডা, বহ্নিশিখা ঘটক 
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

মধ্যাহ্ন ভোজন পর্ব - সুনেত্রা সাধু, পূর্বা দাস
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


মধ্যাহ্ন ভোজন পর্ব - রাজেশ কুমার, রাজীব কুমার ঘোষ
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

মধ্যাহ্ন ভোজন পর্ব - মৌসুমী ঘোষ, রাজেশ ঘোষ, হিমঘ্ন ঘোষ
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

মধ্যাহ্ন ভোজন পর্ব - জ্যোতিপ্রকাশ সাহা, মণীন্দ্র চন্দ্র রায়
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

মধ্যাহ্ন ভোজন পর্ব - সঞ্চিতা ভট্টাচার্য, সর্বাণী বন্দ্যোপাধ্যায়, শ্যামলী আচার্য্য
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

মধ্যাহ্ন ভোজন পর্ব - সুবীর মজুমদার, বিশ্বজিৎ পান্ডা
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

মধ্যাহ্ন ভোজন পর্ব - অমৃতাভ বন্দ্যোপাধ্যায়, সুন্দর মুখোপাধ্যায়
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

মধ্যাহ্ন ভোজন পর্ব - সুরশ্রী ঘোষ সাহা, মধুরিমা চক্রবর্তী
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে




গানে অংশগ্রহণ করেন — বিশ্বজিৎ পান্ডা, অমৃতাভ বন্দ্যোপাধ্যায়, বৈশাখি লাহিড়ী, ফাল্গুনী পান্ডা, টুপুর বৈরাগী, সঞ্চিতা ভট্টাচার্য্য, সুব্রত দেব, মিতা দে চৈতালী দত্ত না না এখানেই মনে রাখার মতো পিকনিকটি শেষ হয়েছিল তা ভাববেন না কফি সহযোগে অগ্রজ দুই কথাকার ভগীরথ মিশ্র স্বপ্নময় চক্রবর্তীর মুখে গল্প শুনতে শুনতে পিকনিকের দুপুর ধীরে ধীরে গড়িয়ে যায় বিকেলের দিকে 

বেলাশেষে মুক্ত-কথার আসরে স্বপ্নময় চক্রবর্তী
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে


বেলাশেষে মুক্ত-কথার আসরে ভগীরথ মিশ্র
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

জনান্তিকে জানিয়ে রাখি মনেরাখার মতো পিকনিকটি কেন ঐতিহাসিক অগ্রজ দুই কথাশিল্পীর একজন আর একজনকে বলছিলেন, অনেক পিকনিকে জীবনে গেছি, কিন্তু এমন পিকনিকে কখনো যাইনি একজন কথাকার কেন এমন উক্তি করলেন? এই প্রশ্নের উত্তর খুঁজে পেলেই আপনিও জেনে যাবেন কেন এটি ঐতিহাসিক পিকনিক

চির শ্রোতা - গৌর বৈরাগী ।। ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

মান্না বাড়ির কত্রী - মাধবী মান্না
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

সমাপ্তি সংগীত

কিছু দেখার মতো ছবি রইল শেষ পাতে...

টোটোতে হাত পাকাতে - রসরাজ সুন্দর মুখোপাধ্যায়

ওম ক্যাটারারের মালিক, সহাস্য
ছবি গল্পমেলার গ্রুপ থেকে

উজ্জ্বল রায় এবং তার ধুতি
এবং ধুতি ধারক বিশ্বজিৎ পান্ডা
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

চেন্নাইবাসী গল্পকার অনিমেষ চট্টোপাধ্যায়ের পাঠানো বই-উপহার 
গৌর বৈরাগীর হাতে তুলে দিচ্ছেন বিশ্বদীপ চক্রবর্তী
ছবি - গল্পমেলার গ্রুপ থেকে

আসছে বছর আবার ...

---------------------------------------------------------------------
মৌসুমী ঘোষ


সাইন্যাপস্‌ পত্রিকার অন্যতম সম্পাদক। অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি। নয়ের দশক থেকে লেখালেখি শুরু। ছোটো গল্পের জন্য বহুস্বর পত্রিকার পক্ষ থেকে পেয়েছেন 'অনন্ত কুমার সরকার' স্মৃতি পুরস্কার'(২০১৭)। অণুগল্পের জন্য পেয়েছেন গল্প-সল্পের আটচালা আয়োজিত 'উৎপল স্মৃতি পুরস্কার'(২০১৯)। 'মৌসুমী যে অণুগল্পগুলি লিখেছিল' এই নামেই প্রকাশিত প্রথম বই। অণু-পুস্তিকাটি সাড়া ফেলে দিয়েছিল পাঠকমহলে। প্রথম গল্প সংকলন, 'সোনালি খড়ের বোঝা' (২০২০), যুগ্ম গল্প সংকলন 'যেসব গল্পের কোনোও মানে হয় না' (২০২১)। বর্তমানে মৌসুমী আরেকটি ওয়েব পত্রিকা সম্পাদনা করছেন 'জ্বলদর্চি' পত্রিকার উদ্যোগে প্রকাশিত, ছোটোদের জন্য সাপ্তাহিক ওয়েব পত্রিকা 'ছেলেবেলা'। 




সাইন্যাপস্‌ পত্রিকার মূল পাতায় যেতে নিচের লিঙ্কে ক্লিক করতে হবে